Our Goal

  • দুস্থ, অসহায়, অবহেলিত, আশ্রয়হীন, বয়স্ক মানুষের সার্বিক পুনর্বাসন।

  • আশ্রয় প্রাপ্ত বয়ষ্ক মানুষদের আত্মউন্নয়ন ও আত্মপ্রত্যয়ী করে তোলা।

  • এতিম অসহায় দরিদ্র আশ্রয়হীন শিশুদের লালন পালন ও পুনর্বাসন।

  • আশ্রয় প্রাপ্ত শিশুদেরকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা।

অরফানেজে এ ন্যূনতম ০৫ বছর বয়সের শিশুকে পুনর্বাসনের নিমিত্তে গ্রহণ করা হবে। তাকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রদানে শিক্ষিত করা হবে যাতে যাতে ১৮ বছর বয়স পার হলে প্রতিষ্ঠান থেকে বের হয়ে সহজেই নিজের কর্ম খুঁজে নিতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে।

শিশুদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতির চর্চা ও একাধিক ভাষা (যেমন- ইংরেজী, কোরিয়ান, জাপানিজ) শিক্ষা দেওয়া হবে।

তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা প্রদানেরও ব্যবস্থা থাকবে যাতে কর্মক্ষেত্রে তারা তাদের পেশাগত দক্ষতা প্রদর্শন করতে পারে।

বয়স্কদের জন্য সুষম খাবার, চিকিৎসা, ধর্মীয় শিক্ষা চর্চা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। একজন বয়স্ক ব্যক্তি তার জীবনের সঞ্চিত অভিজ্ঞতা প্রতিষ্ঠানের শিশুদের নিকট শেয়ার করবে, প্রয়োজনে হাতে কলমে শিক্ষা দিতে পারবেন। আত্মমর্যাদা ফিরে পাওয়ার সকল উপকরণ তাদের নিকট প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটির নিবাসীদের ৭/৮ টি ট্রেড এ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তারা নিজেদের পছন্দের/ যোগ্যতা অনুযায়ী ট্রেড নির্বাচন করতে পারবে। প্রতিষ্ঠানটিতে নিবাসীদের পাশাপাশি স্বল্প খরচে এলাকার তরুণরা প্রশিক্ষণ নিতে পারবে। অদক্ষ তরুণদের প্রশিক্ষণ শেষে দেশ বিদেশে কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা হবে।

প্রতিষ্ঠানটিতে অরগানিক ফুড (সবজি, ফল, দুধ) উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। উৎপাদিত দ্রব্য একদিকে যেমন নিবাসীদের প্রয়োজন মেটাবে অন্যদিকে অতিরিক্ত পণ্য বাজারে সরবরাহ করে অর্থের যোগান দিবে। গ্রীনভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজ এর প্রতিষ্ঠালগড়ব হতে প্রতিষ্ঠানটির সাথে রয়েছে অগনিত মানবহিতৈষী, পরিশ্র্রমী ও বিশ্বস্ত স্বেচ্ছাসেবী যা প্রতিষ্ঠানটির অন্যতম শক্তির উৎস।

প্রতিষ্ঠানটির অবস্থান গ্রীনভ্যালী পার্ক লালপুর নাটোর এর পূর্বদিকে, দেশের যেকোন প্রান্ত থেকে সহজেই এখানে আসা যাওয়া করা যায়। আধুনিক স্থাপত্যকলায় নির্মিত আবাসন সুবিধা সম্বলিত প্রতিষ্ঠানটিতে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ ও নির্গমনের সুবিধা বিদ্যমান। নিবাসীদের জন্য সুযোগ সুবিধার পাশাপাশি অফিস স্টাফদের জন্য সুপরিসর অফিস, কনফারেন্স রুম, ডাইনং রুম এর ব্যবস্থা থাকবে। নিবাসীদের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতের জন্য মিটিং রুম থাকবে। কোন নিবাসী অসুস্থ হলে তাকে আলাদা করে চিকিৎসার জন্য নার্সিং রুম এর ব্যবস্থা থাকবে। এছাড়া লন্ড্রী রুম, নিবাসীদের জন্য ক্লাস রুম এর ব্যবস্থা থাকবে। ভবনটিতে সুপরিসর সিড়ি, লিফট এর ব্যবস্থা থাকবে।

নিবাসীদের নিরাপত্তার জন্য কম্পাউন্ডের বহিঃবেষ্টনীর ব্যবস্থা থাকবে। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা চৌকির ব্যবস্থা থাকবে।

নিবাসীদের সুচিকিৎসার জন্য নিয়মিত মেডিকেল চেকআপ এবং সার্বক্ষণিক চিকিৎসকের পর্যবেক্ষণ সুবিধার ব্যবস্থা রাখা হচ্ছে। একঝাঁক তরুণ ও মেধাবী ডাক্তার অত্র প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য সেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আর্থিক স্বচ্ছতার জন্য সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে। সকল ক্রয় ভাউচারের মাধ্যমে করা হয় এবং সকল অনুদান ব্যাংক ও অনুদান শ্লিপের মাধ্যমে নেয়া হচ্ছে।

Council

View Members

গ্রীনভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজ এর পরিচালনা তত্ত্বাবধায়ন ও জবাবদীহিতার জন্য একাধিক কমিটি/কাউন্সিল গঠিত হয়েছে। সুযোগ্য ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এই সকল কমিটি/কাউন্সিলে তাদের একাগ্রতা শ্রম ও অধ্যাবসায়ের বিনিময়ে প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে উঠছে।